অতন্দ্র প্রহরীর পাহারায়
গভীর সুখের বন্ধন
যখন আলগা হয় ধীরে ধীরে-
জন্ম নেয় অভিশঙ্কা
না জানা জীবন পাতায়
অপরিমিত অধ্যায় ঘিরে।
বিবসতায় পূর্ব সুখ
বিষাদপূর্ণ মুখ
বিনীদ্রায় গহীন আষাঢ়ে-
সংকটের সংখ্যায়
স্বপনের বিভীষিকায়
চিন্তাতে কুরে কুরে মরে।
শবরীর শূন্য নিশায়
ঝাপসা মুক্ত আঁখি
অশ্রুতে কপোল ভাসায়-
বিপন্ন বোধ জাগে
বিক্ষুব্ধ চিন্তায়
নিশীথের শেষ সীমানায়।
বিশুদ্ধ কিরণ ছটায়
বিকশিত তন মন
নব উদ্দমের প্রেরণায়-
দুখ দূরে ঠেলে দেয়
শান্তিতে শ্বাস নেয়
অন্ত টানে সুখের তৃষায়।