//সুপ্ত আগুন হবে দাবানল//


ধিক ধিক করে জ্বলছে আগুন
বোঝা যাচ্ছে না আগুনের তাপ
নেই কোনো শিখা, তাই নেই আলো
যেদিন প্রকাশ, সেদিন বিলাপ।


আগুন জ্বলছে শহরে ও গ্রামে
সবার আড়ালে আর আবডালে
প্রান্ত প্রদেশ সব জায়গায়
রাজধানী আজ তারই কবলে।


শত দমকল হয় না সফল
নেভে না আগুন খুব সহজে
স্বার্থ জড়িয়ে নেতারাই দায়ী
আগুন জ্বলছে তাদের গরজে।


সাত যুগ বেশী হয়ে গেছে পার
ধিক ধিক জ্বলা সমানে চলেছে
দাবানল হয়ে যায়নি এখনও
হবে একদিন, জানান দিচ্ছে।


মনের মধ্যে জ্বলছে আগুন
স্ফুলিঙ্গ দেখা যায় প্রতিবাদে
প্রতিবাদ থেকে পরে প্রতিরোধ
আগুন ছড়াবে বিভিন্ন ধারাতে।


এ আগুন হলো বাঁচার লড়াই
থামাতে শোষণ আর নিপীড়ন
এখনো না যদি বোঝে নেতাগণ
তাদের বোঝাবে জনসাধারণ।


সুবীর সেনগুপ্ত