সূর্যের আলো, ছড়ালে প্রভাত
সূর্যের ছটা, সরে গেলে রাত|


সূর্যের দানে, ধরা আলোকিত
এই দানে নেই, স্বার্থ জড়িত|


সূর্যের আলো, শুধু আলো নয়
তার সাথে, তাপ আনে প্রত্যয়|


বারো ঘন্টার, দিন নিয়ে প্রাণ
বাঁচিয়ে রেখেছে, তান কলতান|


সূর্যের আলো, প্রাণের উৎস
হারালেই হবে, ধরাও নিঃস্ব|


শুধু তো একটি, সূর্যের দান
হিসেবে হয় না, তার পরিমান|


অন্তরীক্ষে, আর জলে স্থলে
সূর্যের দানে, প্রাণ কথা বলে|


কত যে সূর্য্, আছে মহাকাশে
সেই সংখ্যাও, শুধু বিশ্বাসে|


নীশিথের আলো, আমরা গড়েছি
এ সময়ে কাজ, সীমিত রেখেছি|


নীদ্রায় নেই, আলো প্রয়োজন
দিনে নীদ্রারও, কম আয়োজন|


কতদিন আগে, ছুটে এসেছিল
প্রথমবার, এই সূর্যের আলো|


সূর্যের আলো, যখন আসেনি
তখন কি প্রাণ, ধরায় থাকেনি!


নাকি ছিল প্রাণ, অন্য ধরণ!
যে প্রাণে ছিল না, আলোর স্মরণ!


ভাস্কর, রবি, অরুন, অর্ক
যে নামেই ডাকো, হবে না তর্ক|


সূর্যের জয়গান, যত গাই
ততই তো কম, সন্দেহ নেই|


সূর্যের দানে স্বার্থ কোথায়!