দূরত্ব আনবে কি গুরুত্ব!
  ।।সুবীর সেনগুপ্ত।।


কম হয়ে গেলে দূরত্বটা
হয়ে যাবে কম গুরুত্বটা
দুটোই কম হোক, তাই যদি চাও
চলে এসো কাছে, কেন ভয় পাও!


পাশে থেকে চাই, বেশী গুরুত্ব
হওয়া মুশকিল, সেটাই তত্ব
দুটো একসাথে, থাকা আদা জল
হতে পারো তুমি, নজির বিরল।


সবার চাওয়ায়, বেশী গুরুত্ব
কেউ চায় নাকি, বেশী দূরত্ব
হয় দুটো বেশী, নয় দুটো কম
দুটো তো পাবে না, এটাই নিয়ম।


এ নিয়ম লেখা, হয়নি কোথাও
খুঁজেই দ্যাখোনা, কোথাও কি পাও!
বাস্তব দেখে, হয়ে গেছে বোঝা
শিখে নিতে পারো, একদম সোজা।


মাঠে পথে ঘাটে, সব জায়গায়
পেলে গুরুত্ব, মন ভেসে যায়
যত গুরুত্ব, সমাজের মাঝে
তত জীবনটা, গড়বেই সাজে।


গুরুত্ব, না থাকলে কি হবে!
মনে হয় না তো, আকাশ ভাঙ্গবে
তবু গুরুত্ব, পাওয়ার জন্য
কেন হয়ে যায়, মানুষ বন্য!


বেশী দূরত্ব, ভালো তো বাসে না
কাছে চলে আসা, তাতে নেই মানা
ভাবে না তো কম, হবে গুরুত্ব
ভাবে, সমস্যা সরাবে বিত্ত।


ভালবাসা যদি, গুরুত্ব চায়
তবে নিতে হবে, নিকটের সায়
আর দূরত্ব, ভুলতেই হবে
ভালবাসা ফুল, নিকটে ফুটবে।