খুঁজেই চলেছি খুঁজেই চলেছি
তুমিও খুঁজেও চলেছে
সুস্থ থাকার উপায় কি হবে ভাবছ|


সুস্থ থাকার অনেক উপায়
তার কিছু নিয়ে চলছি
তোমার আমার 'কিছু' যে ভিন্ন, জানছি|


উপায় মানছি, মেনে কি পাচ্ছি!
বিশাল এক জিজ্ঞাসা
অল্প পাচ্ছি, না হলেও সেটা খাসা|


আজ এই উপায়, কাল ওই উপায়
উপায়ের নেই অন্ত
তবে কি উপায় অগুণিত, আর অনন্ত!


কি উপায় দিয়ে সুস্থ থাকবে
শরীরের কলকাঠি
বোঝাও তো দায়, কোন উপায় হল খাঁটি|


এ বিষয়ে জ্ঞান সকলের আছে
সবাই বিলিয়ে যাচ্ছে
জ্ঞানগুলো থেকে সংশয় গড়ে উঠছে|


তোমার শরীর কখন কেমন!
এই জ্ঞানে তুমি পূর্ণ
ঠিক সেই ভাবে, আমার জ্ঞান কি শূন্য!


এ শরীর হল প্রাণের কুটির
ভাঙলেই মুশকিল
সন্দেহ নেই, কুটিরও হবে বাতিল|


সুস্থই থাকি আমরা সবাই
নিয়ে সমস্যা টুকটাক
এটাই সত্য, চোখের সামনে থাক-থাক|


প্রকৃতির মাঝে, যত কিছু আছে
তার উপরেই নির্ভর
যদি সব নিই, শরীরও হয় গড়বড়|


শরীর মানেই, প্রকৃতির দান
সুস্থ রাখবে প্রকৃতি
মন্দ কি হবে, দিলে এই বিবৃতি!


কি ভাবে করবে, প্রকৃতি যে কাজ
সুস্থতা ধরে রাখতে!
এই প্রকরণ, আমাদের হবে বুঝতে|


প্রকৃতির উপাদান প্রয়োজন
করতে হবে প্রভেদ
ঠিক চিহ্নিত করতে পারলে, নেই ক্ষেদ|


প্রকৃতির সাথে, গাঢ় আলিঙ্গন
অবশ্য এক কর্ম
সুস্থ শরীরে, চলবে জীবন ধর্ম|


সুস্থ থাকায় প্রকৃতির হাত