//স্বান্তনা, জ্বালা মেটাতে পারে না//


যত জ্বালা আর সাথে যন্ত্রণা
তত এসে জড়ো হয় স্বান্তনা
স্বান্তনা, জ্বালা মেটাতে পারে না
যন্ত্রণার তো সংজ্ঞা অজানা।


পৃথিবী কি ভরা শুধু হাসি দিয়ে!
কান্না যে যায় হাসিকে ছাপিয়ে
সাময়িক হাসি দূরে সরে গিয়ে
কান্নাকে এনে দিচ্ছে বসিয়ে।


যত দুখ বাড়ে, তত বাড়ে আশা
আশাতে ভরসা করেই নিরাশা
নিরাশা দিয়েই এই মন ঠাসা
হারিয়েও যায় ধীরে ধীরে দিশা।


কেন প্রাণ পৃথিবীতে এসেছিল!
উত্তেজনায় কেন ভরে ছিল!
অনেক স্বপ্ন কেন দেখেছিল!
কার নির্দেশে সব ঘটেছিল!


কেন জ্বালা নিয়ে বাঁচতে হচ্ছে!
বছরের পর বছর সরছে
যন্ত্রণা প্রতিনিয়ত বাড়ছে
আর আশাগুলো ঠাট্টা করছে।


যদি আনন্দ নাই থাকে মনে
সুখ পারবে না দিতে কোনো মানে
কী লাভ তাকিয়ে আকাশের পানে!
প্রাণ চলবেই মরনের টানে।


অনেক অনেক স্বান্তনা আসে
মূল্যবিহীন হয়ে তারা হাসে
জ্বালা যন্ত্রণা থেকে যায় পাশে
ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে।


সুবীর সেনগুপ্ত