//স্বান্তনা শুধু জীবনটা নয় অনন্ত//


তুমি দিলে আমি নিয়ে নিতে পারি
না দিলে কি চুরি করতেই পারি!
তুমি বুঝছ না, আমার ওটাই চাই
চাওয়ার কারণ বলব জানতে চাইলেই।


না দিতে চাইলে, কারণ দেখাও
ন্যায্য কারণ আমায় বোঝাও
সত্য না বলে কোরোনা আমায় ব্রাত্য
ভাবছ কি তুমি অজানাতে আছে স্বার্থ!


করি অনুরোধ আজ এই সময়
করতে পারো কি কথা বিনিময়!
একই বৃত্তের উপরে কত যে ঘুরব!
এটাও ভেবোনা সময় থামাতে পারব।


দান দিতে দিতে রোজ ছক্কাতে
কত ছয় পাই দেখতে দেখতে
আরো এক রাত দিনের পরেই আসে
বড় প্রতীক্ষা জ্বালাতেই ঠিক পরিহাসে।


করাই যায় না যে জিনিস চুরি
তার নিরাপত্তা হয় না জরুরী
দেবে কি দেবেনা জানাতে কি হয় কষ্ট!
কেন করছ না তোমার ভাবনা স্পষ্ট!


কোনো বার্তাই এখনো পাইনি
তাও প্রতীক্ষা শেষ হয়ে যায়নি
এই প্রতীক্ষা থেকে যাবে শেষ পর্যন্ত
স্বান্তনা শুধু জীবনটা নয় অনন্ত।


সুবীর সেনগুপ্ত