//স্বার্থে ঘা হলে, কাটি ছন্দ//


সবাই করতে চায়
আমিও করতে চাই
কিছু না কিছু তো এই জীবনে...
সবাই খাবার খায়
আমিও খাবার খাই
তবেই তো প্রাণ বাঁচে তনে|


সবাই কর্ম খোঁজে
আমিও কর্ম খুঁজি
রোজগার জীবনের মানে...
সবাই দীর্ঘশ্বাসে
আমিও দীর্ঘশ্বাসে
অভাব যে প্রতিদিন টানে|


সবাই সুখের আশে
আমিও সুখের আশে
সব মনে সুখ করে খেলা...
সবাই জমাতে চায়
আমিও জমাতে চাই
জমিয়ে জীবন অবহেলা|


সবাই আন্তরিক
আমিও আন্তরিক
আড়ালে গেলেই হই ভন্ড...
সবাই মিষ্টভাষী
আমিও মিষ্টভাষী
স্বার্থে ঘা হলে কাটি ছন্দ|


সবাই অকৃত্রিম
আমিও অকৃত্রিম
অপ্রামাণিক হই প্রয়োজনে...
সকলেই দয়াময়
আমিও তো দয়াময়
তবুও তো দয়া চাই অকারণে|


সবাই সমীহ করে
আমিও সমীহ করি
করি, তবে যথাস্থানে নয়...
সবাই কদর চায়
আমিও কদর চাই
কদর কি গাছে পাওয়া যায়!


সবাই বাঁচতে চায়
আমিও বাঁচতে চাই
বাঁচার জন্য নেই সততা...
সবাই অসৎ নয়
আমিও অসৎ নই
মানছে না কেউ এই কথা|


সুবীর সেনগুপ্ত