স্বপ্নের কিছু অংশ বেছে নিতে চাও
ডুবে যেতে চাও সেই অংশেই|
অসংখ্য কাঠ খড় পুড়িয়ে
নিমজ্জন থেকে কি পাও, বলতে কি পারো!
এই তো সাধারণ মানুষের জীবন ধারা
আর এই ধারাতেই সমস্ত বিশ্বাস
আশার সঙ্গে জুড়ে দিয়ে  
সাধারণ মানুষের হাহুতাশ হচ্ছে বৃদ্ধি|
অন্তহীন কাজে ছোটাছুটি করে
শুধু সময়ের হচ্ছে অপব্যয়
পরিসমাপ্তি ব্যর্থতায়|
স্বপ্নের অংশ নয়, আবশ্যক হল বাস্তব
নিমজ্জন নয়, ছুঁতে হবে লক্ষিত
কাজ হবে সেই অনুযায়ী
সফলতা আসবেই
অল্প হলেও|
স্বপ্নের সমাপ্তি হোক স্বপ্নেই|