//স্বপ্নের স্বাধীনতা বিস্ময়কর//


স্বপ্নে থাকব স্বপ্নে খেলব
স্বপ্নেই আমি ভাসব
স্বপ্নেই আমি হয়ে যাব রাজা
স্বপ্নকে ধরে রাখব|


স্বপ্নের মাঝে, কাটাবো জীবন
তাড়া করব না স্বার্থ
দর্পণে মুখ, তখনই দেখব
যখন দেখাতে অর্থ|


যা কিছু পাওয়ার, স্বপ্নেই পাবো
ভাবতে ভাবতে ঘুমোবো
বাস্তবে ফিরে, যা আসবে হাতে
সেটাই স্বর্ণ মানবো|


চারিপাশে যত, ঘটনা প্রবাহ
নজর দিয়েই জানব
উদ্বেল হয়ে, মন হারাবো না
ব্যক্তিত্ব রক্ষা করব|


ভালবাসা ধরা দিলে, নিয়ে নেবো
দেবো ভালবাসা নিশ্চিত
সত্যকে ঘিরে, চালাবো জীবন
চাইবো না আমি জিৎ|


স্বপ্ন হয়েছে, অভিন্ন-হৃদয়
স্বপ্ন দিয়েছে রঙ্গ
সেই রঙ্গই, রাঙিয়ে দিয়েছে
শরীরের প্রতি অঙ্গ|


স্বপ্নের থেকে, জেনে গেছি আমি
জীবন শুধুই আলেয়া
নগ্ন শরীরে, যার আগমন
নগ্ন হয়েই যাওয়া|


চাইতে হয় না, কিনতে হয় না
কোনো একটাও স্বপ্ন
ক্ষমতার বল, থামাতে পারে না
দেখতেও কোনো স্বপ্ন|


স্বপ্নের স্বাধীনতা, বিস্ময়কর
অনধিকার প্রবেশ নেই
অনির্বচনীয়, সব বলা যায়
অস্তিত্ব যে স্বর্গেই|


আনন্দ আর খুশী স্বপ্নেই
তার রেশ বাস্তবে
স্বপ্নের থেকে প্রেরণা নিয়েই
সুখ আসে অনুভবে|


না যদি থাকতো, স্বপ্ন জীবনে!
ভাবলেই আতঙ্কিত
কী যে অপরূপ, বিধির বিধান!
ভক্তিতে মাথা নত|


সুবীর সেনগুপ্ত