//স্বপ্ন আবেশ//


আমার কোলে তোমার স্বপন
নীদ্রাতে ছিল শান্তিতে
অপরাধ বোধ, গিয়েছিল দূরে
মন জেগেছিল ক্রান্তিতে।


দূর্বার গতি, গিরি-গুহা খান এ
ঘুরছিল কিছু সন্ধানে
তোমার স্বপন, আমাকে জাগিয়ে
বলেছিল কথা কানে কানে।


"ক্লান্ত হয়ো না, শ্রান্ত হয়ো না
বিঘ্ন বাধায় হারিয়ো না আশা
কত পথ ঘুরে, আজও বহে যায়
রূপনারায়ন, যমুনা বিপাশা"।


অনন্ত কাল, ধরেই জ্বলছে
অগ্নিকুন্ড হাজারে হাজারে
এতটুকু ভালবাসা হারাবে না
সেও রয়ে যাবে মনের গভীরে।


সুবীর সেনগুপ্ত