//স্বপ্ন কি তবে যাযাবর নাকি!//


বারণ করছ স্বপ্ন দেখতে!
একী হয় নাকি, বলো তো!
স্বপ্ন স্বাধীন, দেখাও স্বাধীন
দেখবে সবাই অবিরত।


দৃষ্টিটা ভালো হতে হবে নাকি
দেখতে অনেক স্বপ্ন!
দৃষ্টির কোনো প্রশ্নই নেই
স্বপ্ন আঁধারে রত্ন।


তোমার স্বপ্ন করছি না ভাগ
কেন যে করছ বারণ!
তোমার সময় নিচ্ছি না কেড়ে
বারণ, এ তো অকারণ।


মালিক হয়েছি বহু স্বপ্নের
তুমিও মালিক স্বপ্নের
স্বপ্নেই শুধু নিয়ম আড়ালে
স্বপ্নই প্রিয় আমাদের।


'আসছি' বলে তো স্বপ্ন আসেনা
'যাচ্ছি' বলেনা বিদায়ে
স্বপ্ন কি তবে যাযাবর নাকি
বিভিন্নতায় রাঙ্গিয়ে!


জীবন গড়লে থাকবেই মন
থাকবেও কিছু স্বপ্ন
চিরসত্যের এই যে ভাবনা
কখনো হবে বলে নগ্ন।


বারণ না করে বলছ না কেন
দ্যাখো দ্যাখো দ্যাখো স্বপ্ন
তুমি বললেই পাবো কি দেখতে
অনেক অনেক স্বপ্ন!


স্বপ্নকে ভালবাসো বা না বাসো
স্বপ্ন হবেই সঙ্গী
বন্ধু বানিয়ে নিলেই তো হয়
হওয়াও তো যায় বিহঙ্গী।


সুবীর সেনগুপ্ত