//স্বপন হয় না জীবনের দর্পণ//


স্বপন কি হতে পারবে কখনো
জীবনের দর্পণ!
স্বপন আঁধারে নাচানাচি করে
আলোতে হারায় অনুক্ষণ।


স্বপন দেখিনা ইচ্ছে মতন
যতন লাগে না সেখানে
কি ভাবে স্বপন সৃষ্টি যে হয়
আমি তো জানিনা, কে জানে!


আলোতে স্বপন দেয় না তো দেখা
থাকে আঁধারেই মজাতে
জীবনের দর্পণে খুঁজে পাওয়া
যায় না দিনের মাঝেতে।


জীবনের দর্পণে চাই আলো
পারেনা স্বপন যোগাতে
পায় না স্বপন আলোর রশ্মি
নিজের শরীরে বোলাতে।


স্বপন আঁধারে, জীবন আলোতে
মিল খুঁজে পাওয়া যায় না
তাই জীবনের দর্পণ হওয়া
স্বপনের হয়ে ওঠে না।


অবচেতনের মাঝেই স্বপন
করতেই থাকে রাজ
জীবনের দর্পণে চাই আলো
খুলে দিতে সব ভাঁজ।


সুবীর সেনগুপ্ত