//স্বস্তি হলেই হলো//


যখন আটকে গেছি তিন আর চারে
তখন লক্ষ্যে নেই এক দুই দ্বারে।


পাঁচ ও ছয়ের তরে খুলে দেবো দ্বার
যা যা প্রবিষ্ট, তা তা হবেনা অসার।


এক দুই তিন চার আমি পেয়ে গেছি
সহর্ষে এই প্রাপ্তি স্বীকার করেছি।


ভাবছি, চার এর ওপারও দেখব
ঠিক তা তো নয়, তবে চলতেই থাকব।


সেই চলা যদি চার ছাড়তে না পারে
দুর্গ গড়ব সেখানেই পাকা করে।


এক দুই তিন চার দিয়ে দিলে স্বস্তি
পাঁচ ছয়ে পৌঁছতে করব আপত্তি।


শান্তিতে থাকা জীবনের মূল মন্ত্র
আর সেই মন্ত্রেই আমিও স্বতন্ত্র।


আমি খুব মেনেছি এই সহজ পাঠ
এই জ্ঞানে নেই ছোটলাট বড়লাট।


এক হলেও ভালো, আট হলেও তাই
যেখানে স্বস্তি, আমি থাকি সেখানেই।


সংখ্যাতে আর আমি ডোবাই না নিজেকে
চলি অবিরাম এক অদৃশ্য সড়কে।


সুবীর সেনগুপ্ত