//স্বতন্ত্রতায় আছেই অন্তরায়//


ইচ্ছে তো ছিল হবো স্বতন্ত্র
কিন্তু হবো না যন্ত্র...
হয়ে স্বতন্ত্র করব না ষড়যন্ত্র|


স্বাধীন দেশেই নিয়েছি জন্ম
করেও চলেছি কর্ম...
জীবন স্বাধীন হওয়াও কি নয় কাম্য!

জন্মে পেয়েছি স্বাধীন আদর
স্বাধীন মাতৃভূমির উপর...
কেন হতে চাই স্বতন্ত্র, আমি নিরন্তর!


স্বাধীন মানে কি নয় স্বতন্ত্র!
স্বতন্ত্রতা কি ভিন্ন মন্ত্র!
ভরসা কি শুধু হবেই গণতন্ত্র!


স্বাধীন দেশের নাগরিক হয়ে  
স্বতন্ত্রতায় বাধা আসে ধেয়ে  
তাই তো এ মন স্বতন্ত্রতায় ছেয়ে|


আজকে আমরা সবাই স্বাধীন
জন্মেই নাচি তা-ধিন তা-ধিন
ধারণাতীত বাধা বিপত্তি করে দীন|


স্বতন্ত্রতায় আছে অন্তরায়
এ তো এক ত্রুটি সমাজ ধারায়
এমন ত্রুটি কি থাকে কারো কামনায়!


স্বতন্ত্র আমি স্বতন্ত্র তুমি
চার দেওয়ালের সীমানাকে চুমি...
বাইরে গেলেই আপোষের অনুগামী|


সন্ধি আপোষ আর মিটমাট
এইগুলো সব জীবনের হাট...
স্বতন্ত্রতা নিশ্চয়ই এক শূন্য মাঠ|


নিয়ম মেনেই স্বতন্ত্রতা
তবুও স্বতন্ত্রতায় কাঁটা
নিঁখুত শান্তি জুড়ে থাকে শুধু ভাটা|


স্বতন্ত্র নই, এটাই ঘটনা
সবাই কি তাই! এ তো নেই জানা...
স্বতন্ত্র হলে, থাকতে পারেনা বাহানা|


সুবীর সেনগুপ্ত