তাজা ফুল


তাজা ফুল দেখে দেখে
চোখে রঙ মেখে মেখে
মনটাও নেচে নেচে উঠছে...
তাজা ফুল হলে বাসি
চোখে রঙ ফিকে শশী
মনেও বিষাদ ফিরে আসছে।


তাজা ফুল গাছে গাছে
দূরে দূরে কাছে কাছে
অবিরাম চোখ মেলে দেখে যাই...
তাজা ফুল তুলে নিয়ে
গড়ি মালা তাই দিয়ে
মালা দিয়ে পুজো করি খুশীতেই।


শোভা বাড়ে তাজা ফুলে
রমনীর কালো চুলে
একটি দিনের শোভা, তাই সই...
ফুটে ওঠে রোজ রোজ
পেয়েও তো গেছি খোঁজ
উদ্যানে ঘুরে ফিরে তুলে নিই।


মণ্ডপ সাজাতে কি
তাজা ফুল লাগে নাকি!
তাজা ফুল বাসি হয়ে সুন্দর...
গাছে ফুল তাজা প্রাণ
নীরবে ছড়ায় ঘ্রাণ
স্বার্থবিহীন ফুল নশ্বর।


ফোটে ফুল অযত্নে
শত শত অরণ্যে
ফোটানোও যায় টবে যত্নে...
যাঁর যেরকম শখ
তেমনই তো উদ্যোগ
কারো শখ প্রাণ পায় বাগানে।


ভূবন পৃষ্টে বন
লতা পাতা ফুল ধন
ধরণীর বুকে প্রাণ চঞ্চল...
সাগর পাহাড় নদী
মরুভূমি, তাও বিধি
এক অংশে ফুল খুশী চিরকাল।


Subir Sengupta