//টাকাই শক্তি//


টাকাই শক্তি, এটা তো সত্যি
থাকবে কি কারো এতে আপত্তি!
সকলেই চায় নিজের ঝুলিতে
তবেই মাতবে এর শক্তিতে।


সব ঝুলিগুলি ভরবে কি করে!
সুব্যক্ত উপায় আছে কোন ঘরে!
তবে কাজে ভর করা হয় বেশী
কাজ থেকে আসে আট কিবা আশি।


কেউ কিনে ফেলে টাকা দিয়ে চাঁদ
কেউ জমাচ্ছে, কিনবে সূর্য
আর যার নেই, চাইছে ভিক্ষে
চাওয়ায় বিমুখ, পাগল হচ্ছে।


বেশী টাকা দিয়ে সবই কিনছে
আরো কিনবার টাকা পড়ে আছে
তারপরে কেন আরো করে আশা!
মিটবে কি তার উগ্র পিপাসা!


টাকা কিনে আনে সব ইচ্ছাকে
ইচ্ছার মাঝখানে কী কী থাকে!
যা যা থাকে সব সমরূপ নয়
স্থির তালিকার হয় না উদয়।


ইচ্ছা তালিকা গড়া শুরু হয়
তার সমাপ্তি থাকে অজানায়
কিন্তু আছেই কতিপয় লোক
ছোট এক তালিকায় পায় তৃপ্তি।


টাকা রোজগার সবার কামনা
এই কামনায় দ্বন্দ্ব আসে না
তর্ক হবেই পরিমাণ নিয়ে
তর্ক যাবেই সীমানা ছাড়িয়ে।


যা কিছু কেনার, সবই বাজারে
টাকা বিনিময়ে এসে যাবে ঘরে
কিন্তু বাজারে সব কিছু নেই
কী নেই! সেটার জ্ঞান লাগবেই।


'নেই' তালিকাতে প্রথমেই আছে
অতি কাঙ্খিত সুস্থ শরীর
টাকা যে রাখে না শরীর সুস্থ
এটাই হোকনা ভাবনার ক্ষীর!


টাকা স্বস্তির বিরাট উৎস
এও তো মানুষ স্বীকার করবে
শরীর সুস্থ, আর সাথে টাকা
হলেই চরম খুশীও আসবে।


সুবীর সেনগুপ্ত