নাচতে নাচতে পাগল হয়েছে সে
নাচতে নাচতে ছাগল হয়েছি আমি
নাচ এর ব্যাপারে কোথায় তোমার স্থান!
নাকি না নেচেই হয়েছ তুমি মহান!


নাচ-নাচি, সে তো সকলেই করে যায়
কেউ ভালবাসে, কেউ তা চায়-না, জানি
আমার জানায় কারো কোনো লাভ নেই
এটাই ঘটনা, সবাই তো নেচে যাই|


মনিপুরী নয়, নয় কুচিপুডি, কথ্থক
শিখতে হয় না এ নাচের কোনো তাল
জীবনে চলতে এই নাচ অপরিহার্য
এই নাচেই যে হবেও সিদ্ধি কার্য্য|


প্রতিদিন, নেচে নেচে দিন হয় ক্ষয়
যে যেমন নাচে, তেমনই হয় ক্লান্ত
অল্প নেচেই ধনীদের আসে ধন
গরীবরা নাচে বাঁচতেই অনুক্ষণ|


পকেটে থাকলে টাকা, হেলে দুলে নাচ
আর না থাকলে, মনে অহেতুক ভাবনা
সে সব ভাবনা বাধ্য করায় নাচতে
ভুল-ভাল তাল গড়তেও হয় বাঁচতে|


নাচতেই হবে যেমনই হোক না নাচ
যে উঠোন আছে সামনে, নাচ তাতেই
আবালবৃদ্ধবনিতা সবাই নাচছে
নাচের অন্তে কান্না বা হাসি গড়ছে|


একদিন আসে, শেষে নাচ থেকে মুক্তি
সেই মুক্তির কামনা কি ছিল আগে!
আজ মনে হয় নাচতে পারলে হতো
জং ধরা এই শরীর বোঝায় নত|


থামবে কি নাচানাচি!