ঠেলার ব্যবসা, নীরব তালে
সুবীর সেনগুপ্ত


দিচ্ছে ঠেলা প্রায় অবিরত
যে ঠেলছে তার কষ্ট কত।


কষ্ট দিয়েই পয়সা দুটো
না আয় হলে, জীবন ফুটো।


টানছেও কেউ, দুজন মিলে
ঠেলার ব্যবসা, নীরব তালে।


শরীর দিয়ে ঠেলছে ঠেলা
সকাল দুপুর বিকেল বেলা।


টানছে ঠেলছে, নড়ছে ঠেলা
খাটছে ভাড়া, তিনটে বেলা।


ঠেলার গাড়ী, ইঞ্জিন নেই
নামেই গাড়ী, বলছি সবাই।


দুটি শরীর, ঝরাচ্ছে ঘাম
তার বদলে, কিই বা ইনাম!


দুই মানুষের, দুই পরিবার
গ্রামেই চলে, দুই সংসার।


বছর ঘুরলে, হাসি হাসি মুখ
পরিবার মাঝে, কিঞ্চিৎ সুখ।


যুগ আধুনিক, গাড়ীর ঝিলিক
তাও তো চলে, ঠেলাও অধিক।


পয়সাওয়ালা, ঘোরায় ছড়ি
ঠেলা গাড়ীর, আদেশ জারী।


এই তো জীবন, ঠেলাওয়ালার
ঠেলেই টানে, সংসার ভার।


টানছে যত, বাড়ছে বয়স
কমছে আয়ু, ভুলছেও দ্বেষ।


হারিয়েও যাবে, তাঁদের চিন্হ
তাঁরাও মানুষ, নয় যে ভিন্ন।