পথের ঠিকানা হারিয়ে ফেলেছি
হারিয়ে যাওয়ার সুযোগ আসলো  
যত পথ সব এখন আমার
খুঁজবে কি তুমি কাজলেও কালো!


পথ হারিয়েছি, হারায়নি মন
পথে পথে ঘুরে হয়েছি পথিক
দেখছি প্রকৃতি, কত যে জানছি
হচ্ছে না জ্ঞান কিছুতে অধিক|


এ পথের মাঝে আলোর বন্যা
আবছায়া ওই পথের চাদর
সব পথ করে আমাকে স্বাগত
অনুভূতি জুড়ে শুধুই আদর|


পথ হারিয়েছি, ঠিকানা কোথায়!
যোগাযোগ আর ভাবনাতে নেই
প্রতিদিন যোগাযোগ সব তাজা
স্মৃতির স্পর্শ আসেনা তাতেই|


হারানো পথেই অজানা প্রকৃতি
নূতনত্বের ছোঁয়া প্রতি ক্ষণে
উপেক্ষাতেই গড়ে ওঠা ফুল
ভরিয়ে দিচ্ছে খুশী এই মনে|


স্থায়ী ঠিকানা কি এ প্রাণের আছে!
কেন চাই এই জীবনে ঠিকানা!
কিছুদিন কিছু মাস ও বছর
ঠিকানা হারিয়ে কাটাতে কি মানা!


আর তো ভাবিনা পথের ঠিকানা
ঠিকানাবিহীন পথে জড়িয়েছি
চিরআনন্দ অজানার পথে
আর তার স্বাদে তৃপ্তিতে আছি|