তিলগুলো সব, থাকবেই তিল
মন্ত্র পড়লে, তাল হবে নাকি!
তাল বানানোর, কেনই প্রয়াস
তিল এর যা কাজ, তাল করবে কি!


তিল আর তাল, বেশ আছে মিল
'ত' আর 'ল' এর সংমিশ্রনে
শুধু মাত্রার, তফাৎ দুটোতে
এই তফাতেই, ভিন্ন যে মানে|


'ই' আর 'আ', এই দুই মাত্রা
উল্টে দিলেই, তিল হয় তাল
ভাষায় তো নয়, বাস্তবে চাই
ভাষায় বদল, মানেই তো জাল|


নকল খেলাই, সমাজের মাঝে
আজকে করছে, তিলটাকে তাল
সফল হয়ে, মারছেও বাজী
ধোকায় ফেলেও, করছে বেহাল|


তালটাকে তিল, কেউ তো করে না
হয় না যে লাভ, করবেই কেন!
ছোটটাকে বড়, করলেই লাভ
তাই করা হয়, ভুল নেই জেনো|


তিল আর তালের, এই এক খেলা
কখনোই নয়, নতুন জগতে
অবাক করার, সহজ উপায়
জনসাধারণ, উপায়েই মেতে|


কে করে যায়, তিলটাকে তাল!
করার সুযোগ, সকলের আছে
সব্বাই যদি করতই, তবে
থাকত না তিল, আর কারো কাছে|


যারাই করছে, এই কাজটাকে
এটাই তাদের, মুখ্য স্বভাব
ভাবতে হয় না, করতে এ কাজ
তিল এর যে নেই, কোনোই অভাব|


যা কিছু সামনে, যা কিছু ঘটছে
এগুলোই হল, সমাজের তিল
কথা দিয়ে তাল, করতে গেলেই
নিশ্চিত, হয়ে যাবে গড়মিল|


তিল থেকে তাল