তাঁর কি ছিঁড়েছে!!!
||সুবীর সেনগুপ্ত||


'তাঁরটা ছিঁড়ে যায়নি এখনো'
সেটাই আমার মনে হয়
জানতে চাইছি তোমার কি মত
জানলে, কাটবে সংশয়|


একদিন নয়, গেছে বহুদিন
কেটেছে দুটি বছর
তুমি আর আমি, সেই একই আছি
আসেনি জীবনে মোড়|


আজকে তোমার, মনে কি হয় না!
তাঁরটা এখনো ছেঁড়েনি
যদি ছিঁড়ে যেত, থাকতো না বেঁচে
তোমার আমার কাহিনী|


চাইছি না আমি, তোমাকে বোঝাতে
ধরতে চেয়োনা ভুল
তবে জেনে রাখো, এই মন আজও
তোমাকে পেতেই ব্যাকুল||


খুব কাছাকাছি, থাকলে হয়ত
করতাম আমি দেখা
ব্যস্ত জীবনে, কাজ ছেড়ে আসা
দ্বায়িত্বকেই ঢাকা|


ফোন করে আমি, তোমাকে পাইনি
কি কারণ জানা নেই
তাই পাঠাচ্ছি, এই চিঠিখানা
জবাবের আশাতেই|


ভাবনাতে কিছু, মিল তো ছিলই
দুজনেই মেনেছিলাম
তৎসত্বেও, দূরে চলে যাওয়া
মানতে পারিনি পরিনাম|


খোঁজোনি, কিংবা খুঁজতে চাওনি
জীবনের এক সাথী
খবর পেয়েছি, তাই আশা নিয়ে
চিঠিতেই মিনতি|


ধানাই পানাই, করতে চাই না
করবই অনুরোধ
কি আর বলব, আশাই রাখব
করবে কি প্রতিরোধ!


তোমার ভাবনা, যে পথেই যাক
জানাও তোমার মন
ন্যূনকল্পে, এইটুকু কোরো
করি এই নিবেদন|