তব বিশ্বাস, শুধু তব শ্বাস।
।।সুবীর সেনগুপ্ত।।


ঘুমিয়ে পড়লে, দেখলে একটা স্বপ্ন
ঘুম থেকে উঠে, সেটাই বললে
বুঝলাম সেটা রত্ন।
স্বপ্ন দেখেছ, সেটা তো একটা ঘটনা
ঘটনা বললে, তাই শুনলাম
বলবই কেন বাহানা!
স্বপ্ন দেখেছ, যা দ্যাখে সবাই প্রতিদিন
সবাই বলেনা, কি ছিল স্বপ্নে
স্বপ্ন হারায় দিন দিন।
বলেছ গুছিয়ে, যা ছিল তোমার স্বপ্নে
কেউ কেউ বলে, তোমার মতন
বলতেও চায় যত্নে।
স্বপ্নে যা দেখা, বলবে তোমার গরজে
যে শুনতে চায়, দেবে কেন বাধা
ধরবে না দোষ এ কাজে।
তুমি যা বললে, মন দিয়ে আমি শুনলাম
তুমি তো চাইলে আরো আগে যেতে
তাই তো তোমাকে থামালাম।
সে পথে না গিয়ে, বোঝাতে চাইলে আমাকে
আরো আলোচনা করতে চাইলে
পড়লাম আমি বিপাকে।
স্বপ্নে যা দ্যাখো, তাই হয়ে গেছে বিশ্বাস
বলছ আমাকে, সেই পথে যেতে
যাতে পাও তুমি আশ্বাস।
বিষয় একটা, দুটো মতামত সামনে
আমার ইচ্ছা, বিতর্কে নেই
সেটাও ন্যায্য কারণে।
দুজনে অটল, যার যার নিজ মতে
আর কেন কথা, দুজনের পথ
ছুটে গেল দুই দিকে।
যে কোনো জীবন, স্বাধীন আর স্বতন্ত্র
চাপানো যায় না, কোনো এক মত
যে মত হয় না মন্ত্র।