গভীর ভালবাসায় তোমার মন নেই
ইচ্ছে নেই আদরে পৃষ্ট করবার
তবুও তোমাকে চাইছি অহরহ
একি আমার পাগলামীর চূড়ান্ত!


সাথে আছো, এই সত্যই নিরন্তর
থাকবেও সাথে, এটাও কি মিথ্যে!
তোমার আনন্দ শুধু সাথে থাকবার
আমার আনন্দ যে ভালবাসাতেই|


কাছে থেকেও কেন তুমি আছো দূরে!
কোন সে সত্য যাকে ভর করে আছো!
তোমার আমার মাঝে একটাই সত্য
সেই সত্যতে কেন তোমার আপত্তি!


জীবন যে কীসে সার্থক, আমি জানিনা
ঢুকতে চাইনা বিভিন্ন বিশেষ অভিমতে
আমার মত বলে ভালোবাসাই মুখ্য
তোমার ভাবনা জানতে চাইছে এই মন|


ভালবাসা জীবনের প্রতি মুহূর্ত জুড়ে
ভালবাসছি অগুণিত পার্থিব সম্ভার
সুসম্বদ্ধ জৈব ভালবাসাই খুঁজে ফিরি
চাও না কি তুমি এই সন্ধানের হোক অন্ত!


একটা প্রয়াস করেই দ্যাখোনা তুমি!
এই কামনাতেই ভরে আছে আমার মন
প্রয়াসের পরিণাম কি হবে জানা নেই
আমার অনুমান, বুকেই ধরবে ভালবাসা|