//তোমার ভাবনা তোমাতেই ছিল//


কবিতায় তুমি রঙ খুঁজেছিলে
পেয়েছিলে কিনা জানিনা!
তীব্র আলোতে ছায়া খুঁজেছিলে
বলেছিলে আলো চাই না।


মৃদু সমীরণে খুঁজেছিলে ঝড়
তাও আমি দিতে পারিনি
খড়কুটো নিয়ে বাঁচতে যে চাও
আন্দাজ করে উঠিনি।


নিয়েছিলে তুমি যেটুকু নেওয়ার
এক কণা বেশী নাওনি
অনুরোধে তুমি হতে বিরক্ত
আবদার! তাও রাখোনি।


মন জুড়ে ভয় ছিল না তোমার
সংশয় ফুটে ওঠেনি
কথা একবার বলেই থামতে
পুনরাবৃত্তি শুনিনি।


তুমি এসেছিলে আমার জীবনে
পূর্ব জীবন ছাড়োনি
বিরোধের পথ রেখেছিলে দূরে
তর্ক করতে চাওনি।


প্রণয়ের রঙ পেয়েছিলে কিনা
আমি তো জানতে পারিনি
বিচ্ছেদ চেয়ে ভাবিয়েছিলেই
অস্বীকার তো করিনি।


বোঝাতে চেয়েছি, শুধু শুনেছিলে
তা নিয়ে কখনো ভাবনি
বিচ্ছেদ হলো, হলাম আলাদা
অতীত তো মুছে যায়নি।


এতদিন পরে সংযোগ চাও
বাঁধন ভুলতে পারোনি
আমিও ভুলিনি, কিন্তু আমার
জীবন যে থেমে থাকেনি।


শ্রদ্ধার সাথে জানাই তোমায়
আর জোড়া দিতে চেয়োনা
যে মন ভেঙেছে, সেই ভাবনাকে
পুষ্ট করতে চাই না।


সুবীর সেনগুপ্ত