এক কিলোগ্রাম কিনলে সংস্কার
ভাবলে, এ দিয়ে চলবে জীবন
সুবাদে ভরবে সংসার|
করলে না তুমি তপনের সাথে সন্ধি
বর্ষাকে দিলে শুধু গালাগালি
শীত এলে হলে বন্দী|
বাজারের যত বিলাসিতা কিনে নিলে
পান থেকে চুন পড়লেই খসে
কৃত্রিম রগে ফাটলে|
ভদ্রতা কিনে বেচে দিলে শিষ্টতা
মানলে না, এ জীবন সাধারণ
ভাবলে, জেতাবে ক্ষমতা|
ছাড়লে না তুমি কিনতেও দিন রাত
যখন তখন যা খুশী করলে
দেখলেও না প্রভাত|
তোমার সহানুভূতিও অর্থে ফুটল
হৃদয়ের মাঝে কাটল না দাগ
কিছু তো বাহবা এলো|
চাইলেও কিনে নিতে মানুষের মন
কেউ কেউ ব্যাস মানল আদেশ
টাকার যে প্রয়োজন|
তুমি সার্থক জীবনের গতিপথে
সেই সফলতা অর্থে সীমিত
আসল নকল তফাতে|
খ্যাতিও তোমার নকল, সেটা জানো!
জানতেও পারো, কিংবা জানো না
জানাটা উচিত, মানো|
ভেবেছিলে তুমি কিনেই নিয়েছো বিশ্বাস
যার বিশ্বাস কিনেছিলে তুমি
তার ভাবে তুমি ত্রাস|
তোমার কেনার তালিকা অন্তহীন
কিনতে চাইছ তুমি মৃত্যুকে
তোমার চেতনা দীন|
অর্থ করেছে দখল তোমার ভাবনা
গড়েও নিয়েছ অর্থ দিয়েই
উড়বার এক পাখনা|
উড়ে উড়ে কত উপরেই যাবে তুমি
জানবে না তুমি জীবনটা নয়
কিনবার রণভূমি|
সংস্কারকে দাও কি তুমি প্রাধান্য!
যদি তাই হয়, ধরোনা জড়িয়ে
কেন টাকা দিয়ে কেনা!


তোমার চেতনা দীন