মাথা নত কেন! দেখাও তোমার মুখ
চোখ না মিললে, কোথায় কথায় সুখ!


কথা বললেই কিছু শব্দের উদ্ভাবন
আর এই শব্দ করে আবরণ উন্মোচন|


কথা সংগ্রাম, কথা জীবনের শক্তি
অযাচিত কথা, ধরেও আনে বিরক্তি|


কথাই বোঝায়, কার কি যে আচরণ
আর সাথে থাকে, অঙ্গ ভঙ্গী অনুক্ষণ|


দৃষ্টির সাথে, মিললেই কোনো দৃষ্টি
কথার বাসনা, হয়ে যেতে পারে সৃষ্টি|


আড়ালে যে কথা, তাতে থাকে শুধু তথ্য
এ সব তথ্য, নেই অনুভবে যুক্ত|


আঁখিদ্বয় নয়, শুধুই দেখার জন্য
আঁখিদ্বয় হলো, ভাবের পূর্ণ চিহ্ন|


চলতেই পারে, আঁখি দিয়েও তো কথা
সে কথায় আছে, বেশী ভালবাসা গাঁথা|


পরিচয় হলে, কথা দিয়ে কাজ শুরু
হয়ত বা পরে, কুঁচকানো হবে ভুরু|


অনেক কথার, আদান প্রদান শেষে
প্রেমিক প্রেমিকা চূপ হয়, কথা ভাসে|


কথা খুব ছোট, কথা সামান্য হলেও
মাথা উঁচু করে বললেই, কথা গণ্য|


মাথা নত হলে, না খেলেই হার স্বীকার
করতে পারো কি, এ কথা অস্বীকার!


তার মাথা নত, যে করেই অন্যায়
তুমি কি তেমন! তোমার কি মনে হয়!


তোমার কি মনে হয়!