করব কি ভাবে! কোথায়! কখন!
এই ভাবনাটা ভাবছি যখন
তোমার আগমনেই ভাবনা বিঘ্ন...
কাজটা কোথায় হারিয়ে গেলো
দৃষ্টি তোমায় জড়িয়ে ধরল
মনের মধ্যে খুশীর বন্যা ভিন্ন|


তোমার উপস্থিতির কারণ
খোঁজার ইচ্ছে হয়নি তখন
মনে তখন ভয়ংকার এক স্রোত...
এই ঘটনাও ঘটতে পারে!
ভগ্ন আশা তো গিয়েছিল দূরে
জীবন অনিশ্চিতের শুকনো রোদ|


এই যে জীবন, কিছুই তো নয়
এক এক দিন আসে আর যায়
বিরামবিহীন সময়ের স্থির গতি...
কিন্তু জীবন বদলেও গেলো
তোমার আবির্ভাব যে হোলো
নবোন্মেষ এ জীবনে অগ্রগতি|


ভাবতে হয় না এখন আমার
সাফল্য আজ ভরছে আধার
কারণ যে তার, তোমার অধিষ্ঠান...
ভরা উৎসাহে হয়ে যায় কাজ
সম্প্রসারিত খুশীর মেজাজ
অনুভবে এই জীবন এখন মূল্যবান|


তোমার উপস্থিতিই কারণ