//তন সুন্দর, মন কেন কুৎসিত//


মন যদি হয় সুন্দর, তবে
তন কুৎসিত হতেই পারে না
তন সুন্দর, মন কুৎসিত!
কী করে যে হয়, বুঝতে পারি না।


হয় সুন্দর, নয় কুৎসিত
দুই রূপে শুধু চেহারা কি হবে!
আকর্ষণীয় বা আকর্ষাণীয়া
এও বলে থাকি সরবে নীরবে।


কেউ সুন্দর, কেউ সুন্দরী
কেউ হয়ে যায় চোখে কুৎসিত
কোন সংজ্ঞাতে ঠিক করা হয়!
কোনো সংজ্ঞাই নয় নিশ্চিত।


দৃষ্টিতে কটু হলে সমস্যা
এ তো সাধারণ অনুভব
দৃষ্টিতে যদি ধরা দেয় রূপ
মনে গুনগুন কলরব।


গুণমানে রূপ নয় মাপকাঠি
পেতে পারে লাভ শুরুতে
গুণের সামনে রূপ ফিকে হয়
লাভ হয় কাঁটা গলাতে।


কী কারণে হয় কেউ সুন্দর!
কী কারণে হয় কুৎসিত!
কারণের সাথে নেই পরিচয়
থাকলেই গাওয়া যেত গীত।


যে কুৎসিত সেও তো মানুষ
তারই মতো, যে সুন্দর
সেও পেতে পারে জ্ঞান আর গুন
কেড়ে নিতে পারে আদর।


সুবীর সেনগুপ্ত