//তর্কাতীত বর্তমান//


'কাল' হলো বড় গোলমেলে, ভাই
'কাল'কে করলে ঢাল
গড়বড় হয়ে যাবে সবকিছু
কেটে যাবে সব তাল।


যে 'কাল' আমার বিষয় বস্তু
সেটাই আগামীকাল
যে কাল চলে গেছে, সে অতীত
করাই যাবেনা ঢাল।


আজ বসবাস করছি সবাই
হয়ত করব কাল
হয়ত মানেই নয় নিশ্চিত
তাই 'আজ' করো ঢাল।


যা কিছু জীবনে সব আজকেই
কেউ কি দেখেছে 'কাল'!
কাছে আসলেই, আজ হয়ে যায়
স্বপনের এক জাল।


তিন কাল আছে, থাকবেও তিন
'আজ'ই প্রধান কাল
আজ গড়ে দেয় সবার অতীত
আর ভবিষ্য কাল।


জড়ানো গেলেই অষ্টে-পৃষ্টে
বর্তমানের জাল
অতি মনোরম হবেই জীবন
সুখেই কাটবে কাল।


সুবীর সেনগুপ্ত