গভীর অরণ্য
যেখানে ঢোকে না আলো
তবুও কি এটা নয় স্বর্গ!
বাঁচার রশদ দেয়
দেয় আরো কত কিছু
অরণ্য আমাদের গর্ব।


বৃক্ষের সমাবেশ
হিংস্র প্রাণীর ঘর
অরণ্য প্রকৃতির প্রহরী
বিভিন্ন আকারের
বিচিত্র ধরণের
অরণ্য শুধুই উপকারি।


অরণ্য সম্পদ
বিধাতার আমানত
এর ক্ষতি করাই তো অবিচার
শাস্তি পেতেই হবে
দুর্যোগে দুর্ভোগ
তার থেকে নেই নিস্তার।


অরণ্য দামহীন
নির্বাক ভানহীন
গড়া যায় না তো ক্ষমতায়
অরণ্য বেঁচে থাক
এই ভুবনের কোলে
অরণ্য ছাড়া প্রাণ অসহায়।