যেতে হবে ইস্কুলে
যেতে হবে কলেজে
জ্ঞান বেশী নিতে হবে
তাই লোকে বলে যে।


পড়তে হবে ভূগোল
তার সাথে ইতিহাস
পড়ে পড়ে মনে রেখে
করতেও হবে পাশ।


বোঝার বিষয় হোলো
গণিত ও বিজ্ঞান
কেউ খায় ভ্যাবাচাকা
নিতে এই সব জ্ঞান।


এ ছাড়াও আরো আছে
আর্ট ক্রাফট খেলাধুলা
এ সবও করতে হবে
নইলে আসবে ঠেলা।


ইস্কুলে পড়াশোনা
নিয়মের কড়াকড়ি
কলেজে পৌঁছে গিয়ে
দিতে থাকে গড়াগড়ি।


সময়েই পার হয়
কলেজের চৌকাঠ
বিশ্ববিদ্যালয়ে
কিছু গিয়ে করে মাত


তারপরে নেমে পড়ে
খুঁজতে আয়ের পথ
যাকে বলে চাকরী
নতূন জীবন রথ।


সংসারে ঢুকে পড়ে
সঙ সাজে প্রায় সব
জীবনে নতূন মোড়
কমে আসে কলরব।


জ্ঞান এর চিন্তা কমে
বাড়ে সংসারে বোঝ
সময় এগিয়ে যায়
একই কাজ রোজ রোজ।


পরের প্রজন্ম এসে
সামনেই করে ভীড়
তারা যাবে ইস্কুলে
মারতে হবে যে তীর।


সময়ের ব্যবধানে
ট্র্যাডিশন হারায় না
কতদিন চলবে যে
হিসেবেও আসে না।