আনতে চেয়েও আনতে পারিনা
যা পেয়েছি তাতে তৃপ্তির স্বাদ
এই কি কারণ নিরানন্দের!
প্রতিটি ক্ষণেই ভরা অবসাদ|


বলতে কি পারি শরীর জীবন!
প্রাণহীন হলে শরীর অচল
প্রাণকে রাখতে শরীরটা চাই
সুস্থ থাকলে ফোটে শতদল|


শরীরটাকেই দিতে চাই সুখ
করি নাকি আমি ভুল বারবার!
শরীরের সুখ হারায় সহজে
মনে সুখ ভরা খুব দরকার|


যা কিছু পেয়েছি, তা তো সব নয়
পেয়েও যাচ্ছি কিছু প্রতিদিন
যদিও সে সব কামনায় নেই
পাওয়া শব্দটা হয়ে গেছে দীন|


তৃপ্তির স্বাদ আছে যে কোথায়!
যতটুকু পাই নিমিষেই শেষ
তৃপ্তি কেন যে এতই বিরল!
চাই সাথে থাক তৃপ্তির রেশ|


যে জীবন আছে বিলাসের মাঝে
সেখানে কি আছে তৃপ্তির ধারা!
খবর নিয়েই যা জেনেছি আমি
বুঝেছি, তৃপ্তি ঝড়ে দিশাহারা|


ভ্রমণে তৃপ্তি, আহারে তৃপ্তি
ভালবাসাতেও তৃপ্তি পেয়েছি
কোনো তৃপ্তিকে রাখতে পারিনি
অনুশোচনায় দিন কাটিয়েছি|


বয়সের ভারে পরিণত হয়ে
জেনেছি তৃপ্তি হাতের মুঠোয়
যখন ইচ্ছা নিলেই তো হলো
কোথা থেকে এলো, নেই ভাবনায়|


এখন আনতে চাই না তৃপ্তি
যে দিকে তাকাই, সেখানেই পাই
প্রবীণ মনের অভিজ্ঞতাই
দেখিয়ে দিয়েছে তৃপ্তির চাঁই|


তৃপ্তি কেন যে ঝড়ে দিশাহারা!