তৃপ্তি চেয়েছি, তৃপ্তি পেয়েছি
কতটা চেয়েছি, সে তো আমি জানি
তৃপ্তির সাথে করেছি সন্ধি
তৃপ্তিকে আমি বন্দী করিনি।


সব কাজে পাই তৃপ্তির ছোঁয়া
এ ছোঁয়ার মাঝে কত যে প্রেরণা!
রাখতেই পারি ক্লান্তিকে দূরে
হারিয়েও যায় দুঃখ বেদনা।


দীর্ঘদিনের সাধনার ফল
পাল্টে দিয়েছে আমার এ মন
তৃপ্তি যখন খুঁজেও পাইনি
তখন জীবনে গড়েনি বাঁধন।


অতীতে তৃপ্তি যখন এসেছে
এসেই তুলেছে যাই যাই রব
শুধু তাই নয়, ছেড়েছেও স্থান
শূন্য বাগানে তৃপ্তির শব।


যে কাজ দেয়নি কখনও তৃপ্তি
সেই কাজে আজ তৃপ্তি প্রচুর
কি ভাবে এসেছে পরিবর্তন!
আপন করেছি সাধারণ সুর।


মনে হয়েছিল কোনও একদিন
তৃপ্তির এক বিন্দু কি চাই!
সেই দিন থেকে চেয়েছি তৃপ্তি
নিরন্তর এই মনের কোণায়।


শুরু হয়েছিল পরিবর্তন
নব উৎসাহ উঠেছিল জেগে
কাজ হয়েছিল মনোরঞ্জন
ছুটে এসেছিল তৃপ্তি এ বুকে।


তৃপ্তির মাঝে ডুবে গেছি আমি
জড়িয়ে ধরেছে তৃপ্তি আমাকে
বলতেও বাধা নেই তো আমার
তৃপ্তির স্বাদ ছাড়েনা আমাকে।


তৃপ্তি পেয়েছি