//তুলনা মানেই সময় নষ্ট//


তুলনাতে আমি
যেতেই চাই না
যাবই বা কেন
আমি তুলনাতে!
তুলনাতে শুধু
খুশী উবে যায়
তাই তো যাইনা
আমি তুলনাতে।


করে কি তুলনা
কাজ ভালো হয়!
যে যাই বলুক
আমি তো দ্বিধায়...
কাজটি করব
যত ভালো পারি
তুলনার লোভ
দিয়োনা আমায়।


কার সাথে আমি
করব তুলনা!
চারিদিকে আছে
ছোট বড় নানা...
যেটাকেই বাছি
মন বলে না না
তাই শুনে শুনে
করিনা তুলনা।


আমার ভাবনা
যা আসে তা হলো
তুলনা করলে
নিজেই তো খেলো...
আমি তো চাইব
আজ যেটা করি
কালকের থেকে
হয়ে যাক ভালো।


তুলনা মানেই
সময় নষ্ট
সেটাই আমার
মনেতে স্পষ্ট...
নষ্ট করতে
চাইনা সময়
তাই তুলনাতে
আমি আড়ষ্ট।


মনে হয় যেন
তুলনা বাহানা
কাজ না করার
ছুতো টেনে আনা...
অন্ত যে নেই
ভালো খারাপের
সেই কারণেই
হয়না তুলনা।


সুবীর সেনগুপ্ত