তুলনাতে চিন্তা ও দিন


কোনটাকে দেবো, বেশী সন্মান!
চিন্তাকে, নাকি এই দিনটিকে!
আরও কতকিছু, মনের মধ্যে
আসতে থাকছে, শুধু ঘুরপাকে।


চিন্তার পাশে, দিনটাকে রেখে
কেন যে করেই, যাচ্ছি তুলনা!
দুটোই এমন, আছে সকলের
থাকবেও সাথে, এ কথা ভুলো না।


চিন্তার আসা, যখন তখন
কখন কেমন, কেউ তো জানে না
দিনটা তো নয়, চিন্তার মতো
কখন আসবে, সকলের জানা।


দুটোই আসবে, আসতে থাকবে
পূর্ণচ্ছেদ, দেওয়াও যাবে না
চিন্তার সাথে, জীবন জড়ানো
জীবনের শেষে, চিন্তা থাকে না।


দিন স্বতন্ত্র, কারো সাথে নেই
যদিও, নিয়মে তার আনাগোনা
তুমি আর আমি, থাকি বা না থাকি
দিন আসবেই, থামানো যাবে না।


দিনের মতনই, থামে না চিন্তা
কিন্তু চিন্তা, নিয়ম মানে না
যতই দিই না, চিন্তাকে মান
থাকে বেয়াদব, শাসনে আসে না।


দিনটাকে যদি, দিই সন্মান
সেই সন্মান, আসবে কি ফিরে!
এত স্বনির্ভর, হয় যে দিনটা
নাম সন্মান, থেকে থাকে দূরে।


চিন্তা ও দিন, নিয়ে কেন ভাবি!
থাকবেও সাথে, ছেড়েও যাবে না
মান সম্মান, যে যা পারে, দিক
অবহেলা করে, বাঁচাও যাবে না


Subir Sengupta