অন্তঃসারপূর্ণ, কথাগুলো শুনে শুনে
কানদুটো প্রত্যহ, হয় ঝালাপালা
শূন্য আঁধারে ভরে, নিশীথের কালো
ভাবি এই জীবন, কেন নিরন্তর জ্বালা!


আবাস আমার নয়, আকাশের নীচে
যে আবাসে বাস, তাতে আছে এক ছাদ
তারই নীচে এই প্রাণ, এখনো তো বেঁচে
এই বাঁচাতেই, কেন শুধু বিস্বাদ!


শ্বাসে নিই হাওয়া, তোমার পাতেও তাই
হাওয়াতে অম্লজান, পেয়ে যাও তুমি  
আমিও সেটাই পাই, তোমারই মতন
তাও, প্রতিদিন আমি বিস্বাদ চুমি|


তুমি সুখে আছো, আমি কেন আছি দুঃখে!
সেটাই পারিনা, কোনোরকমেই বুঝতে
তুমি কাজ করো, আমিও তো করে যাই
কেন বিষমতা, তাই চাইছি জানতে|


প্রবোধ অনেক পাই, না চেয়েও আমি
চাই আমি ন্যায্যতা, সেটাই আড়ালে
আমার পরিশ্রম, পায় না আদর
কেন যে আমায় রাখো, নিরুদ্ধ দলে!


যতই থাকোনা সুখে, কতদিন থাকবে!
আমিই বা কতদিন, থাকব জগতে!
যে জ্বালা চাই না আমি, সেটাই হারাব
তুমি তো হারাবে সুখ, যা নেই চাওয়াতে|


এ জগৎ অমিল এর, অদ্বিতীয় স্থান
সমন্বয় সাধনের, প্রয়াস বিফল
অনেক জ্বলার মাঝে, খুঁজেছি আনন্দ
পেয়েছি একটু, তাতে জীবন সচল|


তুমি তো হারাবে সুখ, যা নেই চাওয়াতে|