কোনো সন্ধ্যায় আসলেই হলো
বলছি তো আমি, এসো
কিছু কথা বলে জানতেই চাই
কোন স্বপ্নেতে ভাসো!


আসতে চাইছ, তবু আসছো না
মন ভরে কেন দ্বন্দ!
দ্বন্দ পুষলে, সেই দ্বন্দ্বই
করবে তোমাকে অন্ধ|


ইচ্ছা চেপো না, এসো তাড়াতাড়ি
বলো শান্তিতে কথা
আমাকে বলবে, তাই তো ভেবেছো
বলে দূর করো ব্যাথা|


যা বলতে চাও, এসেই বলবে
আমিও জানব তখন
শুনবার পরে কি প্রতিক্রিয়া
অনুমান করা অশোভন|


কথা বলা সকলের অধিকার
সেটা তো জন্মগত
সেই অধিকারে তুমিও বলবে
আমি হব অবগত|


কথোপকথন মানুষের কাজ
তাতে অন্তত দুইজন
আমি তো আছিই, তুমি এসো পাশে
গড়ব কথোপকথন|


কথা দিয়ে কিছু চাইতেও পারো
কিংবা বিষয় অন্য
ভাবব না আর, রাখলাম সব
আগামী দিনের জন্য|


চলে এসো পাশে, শোনাও আমাকে
কি কথা রেখেছ ধরে
আমারও কৌতূহল যে বাড়ছে
সেটা দাও দূর করে|


তারপরে তুমি এলে একদিন
জানিয়েছিলেও আগে
নিয়েওছিলাম আমি প্রস্তুতি
কিছু রাগে অনুরাগে|


তোমার দৃষ্টি ছিল ধীর স্থির
বললে অল্প কথাই
কথা শুনে আমি এত অভিভূত
ভাবলাম আমি স্বপ্নেই|


স্বপ্নের ঘোর কেটে গেল যেই
বাস্তবে এল মন
দেখলাম তুমি অপলকে চেয়ে
চাওয়ায় আমন্ত্রণ|


ভাষা হারিয়েছি, কথা থেমে গেছে,
এগিয়ে দিলাম হাত
হাতের স্পর্শে তুমি হলে রানী
আর আমি সম্রাট|


সাধারণ ছিল আমার জীবন
আজও সেই সাধারণ
তোমার উপস্থিতিতে পেয়েছি
আনন্দ অনুক্ষণ|


ভালবাসা আগে জানিনি কখনো
অনুভূতি জেগে ওঠেনি
কি যে ভালবাসা, শিখিয়েছো তুমি
কেন আমাকেই! জানিনি|


তুমি কি পেয়েছ! বলোনা একটু
বলবে না কেন, বলবে!
জানি বলবে না, তাতে ক্ষতি নেই
তুমিই তো ভালবাসবে|