কাউকে তুষ্ট করে, কার কি যে লাভ হয়!
রুষ্ট করলে, ক্ষতি এসে যায় আঙিনায়|


'থাক বা না থাক লাভ', এমন কি ভাবা যায়!
কোনো এক রূপে লাভ, ভাবনাতে এসে যায়|


ন্যায্য বা অন্যায্য, কেউ ভাল বললেই
কারণে বা অকারণে, মন দুলে উঠবেই|


মান চাই, খ্যাতি চাই, অর্থে ডুবতে চাই
আর পাশে একরাশ, আলোকিত সুখ চাই|


ভালকথা শুনে সুখ, দামী জিনিসেও সুখ
সে সুখ কি স্থায়ীরূপে, দেয় ভরে কোনো বুক!


কিছু কথা, কিছু তান, কিছু নীতি নিয়ে সুখ
কিছু গীতি, রাজনীতি, বাড়ায় সুখের ভুখ|


প্রতি ক্ষণে এই মন, প্রফুল্ল যেন থাকে
এই ইচ্ছা আনমনে, এ মনের ফাঁকে ফাঁকে|


তুষ্ট তখন করা, যদি কাজে হয় ভুল
কিন্তু তা করে কি কাজ হয় নির্ভুল!


সবাইকে খুশী করা, যায় নাকি এ জীবনে!
যে অখুশী হয় হোক, ধরব না তার মানে|


তুষ্ট করেই যদি, এসে যেত সফলতা
সবাই করত তাই, কাজে এনে গাফিলতা|


তুষ্ট করার, প্রবণতা মনে থাকলেই
প্রতি পদে পদে এটা, চলতেও থাকবেই|


মিশব ভদ্র হয়ে, অশ্রদ্ধা করব না
বলব যা সত্য, রাখ ঢাক মানব না|


আমার কথা শুনে, কে কে পেল তৃপ্তি!
তার পরিমাপ করে, পাবো নাকি বৃত্তি!


কে খুশী করতে চায়, সেটা বেশ বুঝে যাই
তার সাথে মেলামেশা, সন্দেহে ভরবেই|


তুষ্ট করার পরে, কিছু যদি পাওয়া যায়
সে পাওয়াতে তৃপ্তি, জ্বলে পুড়ে ছাই হয়|


তুষ্ট করব আমি, নিজেই নিজের মন  
তোমাকে করব খুশী, কাজ করে আজীবন|


তুষ্ট করতে কেন হয়!