ত্বরা আর তাড়া দেয় না তো নাড়া
        ||সুবীর সেনগুপ্ত||


তাড়া নেই কিছু, ত্বরায় ডুবতে
ভাবছ কি আমি শূন্য!
না তেমন নয়, বেশ বেঁচে আছি
সমাজে আমিও গণ্য|


ত্বরায় ডুবলে, তবেই জীবন
এই ধারা আমি মানিনা
স্বাভাবিক গতি নিয়েই চলেছি
বাধা পেলে মন হারে না|


বাধা পেয়ে গেলে, থামতেই চাই
বাধার স্বরূপ খুঁজি
সে রূপের সাথে, সংগতি এনে
চলা যায় নাকি! বুঝি|


বাদানুবাদের মধ্যে যাই না
থাকতে চাই সদ্ভাবে
কলহের আঁচে জ্বলতে চাই না
বরং তো যাই অভাবে|


তাড়া দিয়ে কাজ, আমি করিয়েছি
ত্বরায় আমিও ডুবেছি
সে সব করেছি অবিজ্ঞতায়
এখন থামতে পেরেছি|


কাজ ধরলেই, কাজ হয়ে যাবে
এই ভাবনাকে ছেড়েছি
কাজকে ধরলে, কাজ করা চাই
নাও হতে পারে, মেনেছি|


তাড়া ভালো নয়, ভালো হলো কাজ
গতি বাড়লে কি ভালো!
উপলব্ধিতে যা আমি বুঝেছি
বেশী গতি অগোছালো|


যান বাহনের, হোক বেশ গতি
সময়ের হবে সাশ্রয়
কাজে এনে গতি, ভ্রান্তির ঝুঁকি  
একি সমীচীন মনে হয়!


সময়ের গতি, না বাড়ে না কমে
চাহিদা কি তার কমেছে!
সময়ের সাথে, তাল মিলিয়েছি
ত্বরা আর তাড়া মরেছে|