ত্যাগ না আত্মত্যাগ!
।।সুবীর সেনগুপ্ত।।


আত্মত্যাগ কাজটাতো ভালো!
যদি সায় দাও, যত খুশী করো
করলেই পাবে পুরো মর্যাদা
না করে কি নেই, সন্মান কারো!


অন্যের ত্যাগ, আমার হবে না
নিজে ত্যাগ করে, আত্মত্যাগ
নিজের ইচ্ছাতেই এই কাজ
এই কাজ, করা যায়নাও ভাগ।


আত্মত্যাগ কেন বলে থাকি!
ত্যাগ বললে কি, হবে ভুল!
ভুল নয়, এ তো সকলেই জানি
বড় শব্দ কি, চোখে দেবে ধূল!


পরিত্যাগ এর, পিছনেও ত্যাগ
এতে নেই ত্যাগ, নিশ্চিত জানা
কিছু ফেলে দিয়ে হয় পরিত্যাগ
অন্যের ভালো, তাতে তো হয় না।


কোনো অভ্যেস, ছাড়লে কি ত্যাগ!
হোক অভ্যেস, ভালো বা খারাপ
এই কাজ করা, নিজেরই স্বার্থে
নিজের উপরই, পরিণাম ছাপ।


সকলে বলবে, দান করা ভালো
দান আর ত্যাগ, এক হবে নাকি!
আমার যা মত, তাতে এক নয়
দান এক ধাপ, এগিয়ে নয় কি!


আত্মত্যাগ, করা উচিৎ কি!
হ্যাঁ বা না'য়ে কি উত্তর হবে!
করলে করবে, না করলে নয়
কোনো সমস্যা, গড়ে কি উঠবে!


ত্যাগ বা আত্মত্যাগ, যাই হোক
এ তো জুড়বে না, সকলের সাথে
দুটোই কিন্ত, পূণ্যের কাজ
এই ভাবনাই, আমার মাথাতে।