কখনো না বুঝে বোঝাতে চাই না
বুঝে গেলেও তো, বোঝাতে যাই না
যে বুঝতে চায় যদি আসে পাশে
না বুঝিয়ে, আমি থাকতে পারি না।


বোঝাবুঝি, সে তো নিজের ব্যাপার
যা বুঝতে চাও, বোঝো বারবার
আমি আমারটা, তুমি তোমারটা
বুঝে নিলেই তো, লঘু হয় ভার।


বোঝানোর ভুল, হতেই তো পারে
বোঝবার ভুল, তাও আসে দ্বারে
এই দুই থেকে, মুক্তি যে নাই
যে যতই পাক, খ্যাতি সংসারে।


বোঝানো যে ভালো, জানি সব্বাই
এই কারণে কি, চলবে সদাই!
এটা মেনে নিলে, হবে বড় ভুল
সদা বোঝালেই, লোক রাগবেই।


যে ভালো বোঝায়, তার আছে দাম
এ কাজ থেকেই, তার হয় নাম
এখান ওখান থেকে ডাক আসে
খুশী আনন্দে ভরে ডান বাম।


বুঝতেও হবে, বোঝাতেও হবে
যেচে বোঝানোর প্রশ্নই নেই
জ্ঞানের আধার, যদি পুরে থাকে
সেটাই কি নয় শান্তির ঠাঁই!


জানা মানেই কি, জানাতেও হবে!
অকারণে কেন বোঝাতেও হবে!
উপলব্ধি, যা নিজের জন্য
এই ধন উপভোগেরই তো হবে।