আশার আলো এক কোরোনা
ঊষার আলোর সাথে
তেমন হলে আসবে দুঃখ
শুধুই তোমার পাতে।


ঊষার আলো সবার জন্য
সবাই পেয়েও যায়
চাইছে সবাই আশার আলো
সবাই কি তাই পায়!


ঊষার আলো খোলে দিশা
আশার আগমন
আশার সফলতায় আছে
কাজের প্রয়োজন।


করতে আশা লাগে না তো
কোনো বিধির বিধান
দিতেই হবে সফল করতে
পরিশ্রমের মান।


জীবন চলে আশার উপর
ছলছুতো নেই তাতে
আশার অপূর্ণতায় জীবন
বিষন্নতায় বাঁধে।


মরীচিকার দৃশ্যে যেমন
মানুষ ধোকা খায়
ঠিক তেমনই ধোকার ধরন
আশার সব আশায়।


আশার আলো মিলতে পারে
ঊষার আলোর সাথে
হয় যদি সব আশাগুলো
সরল, দিনে রাতে।