//উৎপাত আয় সহজ পন্থা//


উৎপাত করে যা আয় হলো
বেশী টাকাটাই চিৎপাতে গেল
একবার নয়, এমন হচ্ছে বারবার,,,
কেন ছাড়ছি না এই প্রকরণ!
এভাবেই আয়ে বসে গেছে মন
পাচ্ছি না খুঁজে এর থেকে মুক্তির দ্বার|


উৎপাত করে আয় হলো ক্ষয়
আয়ের অর্থ হয় অপচয়
খুব সামান্য লেগে যায় নিজ কাজে...
উৎপাত আয় বেশী না হলেও
অভাব হয়না, জীবন চলেও
উৎপাত আয় মনের ভিতরে বিরাজে|


কেন যে চাই না সৎপথে আয়!
উত্তরগুলো খুব অসহায়
তুলনা করলে উৎপাত আয় জিতবে...
কিন্তু বলব এই আয়ে ঝুঁকি
খুব মুশকিল এর তদারকি
দুই-একজনই এই ঝুঁকি নিতে পারবে|


প্রতি জীবনের লক্ষ্যই আয়
এই লক্ষ্যই মুখ্য ধারায়
আয় হতে হবে, এই ভাবনাই মূল...
তখন প্রশ্ন কোন পথে আয়!
যেই পথে বেশী, সেই পথে যায়
তবে প্রকরণ কেন হবে বলো প্রতিকূল!  


উৎপাত আয় অসৎ পথেই
সে পথে রথের চাকা ভাঙবেই
ভাঙলে ভাঙুক আসুক অর্থ সমানে...
কালো টাকা হলে হোক অপচয়
সহজ পন্থা ছাড়া যে না যায়
উৎপাত আয় কিছু মানুষের মননে|


সুবীর সেনগুপ্ত