নিজেই শিরোনামহীন! কি দেবো শিরোনাম!


তুমি অার কবি বলোনা অামায়, বলোনা অামি ভালোবাসার কেউ, কবি কেবল শান্তনা অামার শাস্তি পাওয়ায়, ওটাতে কারো প্রেম নেই, ওটাতে আছে চক্রবূহ্য পৃথিবীর অনন্ত এক অভিলাষ ভিষম মায়ায়!
খোয়াই নদীর স্রোতে ভেসে যাওয়া শেওলার দুঃখ বহন করে অামার নির্বাসিত কবিখ্যাতি।
কখনোই অামি কবি হতে অাসিনি!
অামি উড়তে এসেছিলাম; এসেছিলাম চিলের ডানায় সুখ লিখতে! এ যেনো মোর  পূর্ণ হলো অন্ধকার এক তারার মেলায়, কষ্ট চোখের নীলাভ প্রেমে সাজিয়ে ছিলাম সুখের বাসর। তবুও বুঝি কাঁদতে হলো; কাঁদতে হলো স্মৃতির পাতায়,আঁচর কাটা বুকের ভিতর অাবার অামায় ভাসতে হলো, স্বপ্নলোকের অলকনন্দায় অাবার অামায় ডুবতে হলো, অতল অাশায়!