আমাদেরও একদিন দেখা হবে,কথা হবে, সঞ্চিত সমস্ত ভালোবাসা উন্মুখ হবে চোখের অালোয়। লজ্জায় তোমার নীলমুখ ভেসে বেড়াবে বিশালতার অাকাশে। না দেখা স্বপ্ন গুলো ঢেউ তুলবে চোখের নদীতে,  একদিন তো দেখা হবেই।
অন্তত তোমার চোখের জল দেখার পালা হবে তো!
অামি কি দেখতে পারবো ও চোখে জল?
অপেক্ষার খরায় পোড়তে পোড়তে তারপর দেখা হলে জড়িয়ে ধরবে, চোখে চোখ রেখে বলবে ভালোবাসি?
গায়ে কাঁটা দিয়ে উঠছে, বলতে পারো এটা সুখের না দুখের?  একদিন কথা হবে সঞ্চিত সমস্ত ভালোবাসা উন্মুখ হবে অনুভূতির অাসরে।
সুন্দর তোমার সপ্তচাঁদের অালোয় অামি অাকাশ অাঁকবো জাগতিক ঝড়ের প্রচণ্ডতায়, তোমার ভাঁজ পরা নাভীর নদীতে ভাসিয়ে দেবো শব্দের সাম্পান!
তারপরেও একদিন দেখা হবে, কথা হবে,
সঞ্চিত সমস্ত ভালোবাসা উন্মুখ হবে আমাদের চোখের অালোয়।