পরিক্ষার চূড়ান্ত ফল মৃত্যু, ভয়ঙ্কর চিত্রে অংকিতো দাগ গুলি বলতে পারে কতোটা ক্ষয়ে তার সৌন্দর্যরূপ প্রকাশিত হয় সৌন্দর্যময়ী হয়ে! একমাত্র তুমি ই বুঝতে পারো তোমার মৃত্যুকাল যখন অামরা বেঁচে থাকার অভিনয় করে যাই বাস্তবতার তুমুল চিত্রে। ভাবতে থাকি অামাদের মৃতদেহ ভাসতে ভাসতে গিয়ে না পরে অচেনা কারো ভিটায়, অামাদের ক্ষয়িষ্ণু মুখ দেখে কেউ না ভয় পেয়ে অাবার ভাসিয়ে দেয় উদ্দেশ্যহীন জলের পথচলায়। মৃতদেহ নিয়েও বড্ড ভয়!
মানুষ এখন মারতে শিখেছে, শিখে গেছে কিভাবে মানুষ পান করতে হয়, জলজ শরীর কেমন করে রঞ্জিত করতে হয় সুষম ছোবলে। এখন যাদের বেঁচে থাকার ভয় তারা মরে যেতে পারে, ভেসে যেতে পারে নাফ নদীর স্রোতে। মৃত্যুকে কোলে করে তবুও ভালোবাসার অাশ্রয় হয়না অনাশ্রিত অামাদের বুকে, তারপরও অামাদের অনন্ত পরিক্ষার পালা কেবল!  মরে যেতে যেতে ডাক দিয়ে যাই ইতিহাস জেগে উঠুক মৃত্যুকে জয় করার অাশায়।