একদিন অপেক্ষার সময় তোমাকে নিয়ে একটি চাঁদ  সবুজের মাঠ পেড়িয়ে পাখির মতো মুক্ত হয়ে অনেক দূরে যেখানে অামিও নেই কোন ফুলের রাত,  সেটা  তোমার একান্ত প্রতিক্ষার পালা কিরণ ছড়াচ্ছে ভালোবাসা হয়ে, অভিমানের সূত্রটা সেদিন উদ্ধার হবে।


আমার অপেক্ষার কোন সময় যদি বুকের খোয়াই ভেঙে চোখের জল হয়ে তোমার মেঘনায় বিলীন হয় অকারণ তবে জেনো আমি হবো কর্মমুখী চিরচেনা নন্দার এক ভালোবাসার নাবিক, যার পালে পালে শ্লোগান হবে নীল নীল কন্ঠ। তোমার চাঁদ সেদিন হন্যে হয়ে কলঙ্কিতো অাঁধারে জোয়ার তুলবে তখন অামি অাকাশের চাঁদ হয়ে তোমার অালো উদ্ধৃতো করবো,
সেদিন তোমার ভালোবাসার প্রমাণ পাবে।


একদিন স্বপ্নের সমুদ্র থেকে ভালোবাসার পদ্ধ এনে তোমার রঞ্জিতো পায়ের নীল রঙে পিষ্ট করে অামার চোখে স্বপ্ন বুনবো,
না হয় মাটি হবো!
আমার স্বপ্নগুলো চাপা পড়ে থাক অন্ধ কবরে,
আমি কবরে কবরে রচনা করবো সকল স্বার্থকতার কবিতা,
আমি কবি হয়ে যাই কবরের ঠিকানায়।