জীবন নামে পালতোলা নৌকাটি.
মানেনা কোন উজান ভাটি।
ঘোরতালে ভাসতে ভাসতে নিহত হয়,
জীবনের জয়।
তবে জয় পরাজয়ের ভিতরেই চলে জীবন.
চলে-প্রেম,বিদ্রোহ,মনোবেদনা আর দহন।
সময়ের অভিলাষ গুলো নিত্য আহত করে
আর নিহত করে.
সেগুলো নিয়ে ভাবতে ভাবতে
আজ বড্ড ক্লান্ত এই কবি মন।
আসলে মানুষের সামনে দুটি পথ খোলা থাকে. যৌবনের হেলায় কেটে যায় একটি,
আর অন্যটি ভাসমান ভেলায়,
অদৃষ্টের দৃষ্টিতে।
তবুও ভাবি কি আছে এই জীবনে?
এতগুলো সুখের পথ পাড়ি দিয়ে
আজ ঠেকেছি এক পথে,
ভালোবাসার ব্যাধি ছিন্নহীন করছে দিন দিন. আর আমি এগিয়ে যাচ্ছি সেই পথে।
একমাত্র যে পথটা আমাকেই চায় সব সময়।
তার পথে-
হ্যাঁ আমি প্রস্তুত।
যাবো সেই পথে-
কেননা সেটিই আমার আপন পথ।