তোমার কষ্ট দেয়া সময়গুলো সব জড়ো করে দর্পণে নিজের প্রতিবিম্ব দেখি, অহংকারী অগোছালো কোনোদিন কারো কেউ হতে পারেনা।
তবুও সময় গুণে গুণে একত্রিত করি ঝরে যাওয়া সমস্ত রাত বিসর্জনের ভোর।
তোমার সময় হাতে নিয়ে কখনো এক চিলতে রোদ পোহানো হয়নি, হয়নি ডালিমদানা প্রেম। তোমার দেয়া সময় চূর্ণ-বিচূর্ণ করে দেয় চেতনায় ফেলে অাসা ঐশ্বর্যময় গল্প কথার মসৃণ প্রকৃতি, অার অামার জীবনানন্দনিক ধ্যান! তবুও অামি থাকি,  যে অামায় ভালোবাসে অনেক কিছু ত্যাগ করে, শুধু তাঁর অপেক্ষায়।।